My diary

  • |

    This is the illusion –

    এইতো মায়া – হেমন্তের সোনালী রোদ্দুরে ডানা মেলে উড়ে যায় স্বপ্নের গাংচিল। ভাবনার আকাশ জুড়ে নানা রঙ ফুটে – স্মৃতির আল্পনায়। মনের গহীনে শুনি, অনন্ত বাসনার গোপন বাক্যালাপ। শব্দের নানা ফুল ঝুড়িতে জীবন সাজে জীবনের মায়ায়। বয়ে চলে সময়ের স্রোত – নীরবে নিভৃতে। থেমে থাকে না ব্যস্ততার সুখময় প্রহর যাপন। এইতো জীবন। এইতো মায়া –…